রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
Led04রাজনীতি

ইসকন নিষিদ্ধের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: ইসকন সংগঠনকে নিষিদ্ধের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ করেছেন সোনারগাঁ ইমাম ওলামা ঐক্য পরিষদ। শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এসময় ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহীউদ্দীন খান বলেন, পৃথিবীর অন্যান্য দশটি দেশে যেহেতু ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের বাংলাদেশেও তাদের নিষিদ্ধ করা লাগবে। যদি এর বাহিরে কোনো চক্রান্ত করা হয় তাহলে ওলামারা সেটা সহ্য করবে না। যেকোনো মুহূর্তে যেকোনো পরিস্থিতিতে ইসকনের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে প্রস্তুত।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ইমাম ওলামা ঐক্য পরিষদের মহাসচিব মাওলানা মুফতি সাঈদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email