বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
Led04আড়াইহাজার

ইমন হত্যা মামলায় খাগড়াছড়ি থেকে ২ আসামি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ইমন (২৪) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামি আল মাহাবুব (৩৭) ও দিল মোহাম্মদকে (৬৫) খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। বুধবার (২২ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআই নারায়ণগঞ্জের একটি বিশেষ অভিযানিক দল তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন অনুসন্ধানের মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানাধীন ইসলামপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা এই দুই আসামিকে গ্রেপ্তার করে।

পিবিআই বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকায় অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ইমন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের পিতা সিরাজ মিয়া আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। পিবিআই ২১ অক্টোবর মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগে আটককৃত এমরানকে ছাড়িয়ে নেওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে হত্যা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অন্য সহযোগীদের সহায়তায় পূর্বপরিকল্পিতভাবে ইমনকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছে বলে পিবিআই জানিয়েছে।

তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. রিয়াজ উদ্দিন রনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

RSS
Follow by Email