বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
রাজনীতিসোনারগাঁ

ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের বিকল্প নেই: প্রিন্সিপাল ড. ইকবাল

লাইভ নারায়ণগঞ্জ: ইনসাফপূর্ণ (ন্যায়ভিত্তিক) সমাজ গঠনে আল কোরআনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানযীমুল উম্মাহ পরিবার, অভিভাবকসহ দেশবাসীকে আল কোরআনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরবেলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চিটাগাংরোডে গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে তানযীমুল উম্মাহ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখা প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫-এর দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা শাহ মোহাম্মাদ ওলি উল্লাহ, যিনি সুবহানবাগ জামে মসজিদ, ঢাকার খতিব ও এটিএন বাংলার আলোচক। এসময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মাদ ইকবালও উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া ছাড়াও বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান, যিনি তানযীমুল উম্মাহ মাদ্রাসার অভিভাবক সদস্য।

অনুষ্ঠানটি তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোহাম্মাহ আসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল মোহাম্মদ কবির হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মু. রিদওয়ানুর রহমান, শাখা সহকারী মো. কুতুবুদ্দিন, বিভিন্ন শাখার শাখা প্রধান ও শাখা সহকারীগণ এবং শিক্ষার্থীবৃন্দ।

RSS
Follow by Email