বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
Led01রাজনীতি

ইদানীং কিছু নেতা পা ভিজিয়ে-ময়লা পরিষ্কার করেই গণমানুষের নেতা হতে চায়: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত তিনি তারেক রহমানের নির্দেশে গণমানুষের কল্যাণে কাজ করে যাবেন। তিনি বলেন, ‘আমি এমপি হই বা না হই, যতদিন বেঁচে আছি ততদিন মানুষের কল্যানেই কাজ করে যাবো ইনশাআল্লাহ।’

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফতুল্লার কাশীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন তাঁর বক্তব্যে বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা বিগত নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং বাংলাদেশের গণতন্ত্র বিনষ্ট করেছে। হাসিনা আমলে জনগণ ভোট দিতে পারে নাই, দেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়েছে।”

তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে ‘ফ্যাসিস্ট হাসিনার ধ্বংস করে যাওয়া দুমড়ে মুচড়ে পরা দেশ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি মনে করেন, এই জাতিকে আবার মাথা তুলে দাঁড় করানোর একমাত্র যোগ্য নেতা তারেক রহমান।

নতুন রাজনৈতিক নেতাদের উদ্ভব নিয়ে গিয়াসউদ্দিন কটাক্ষ করে বলেন, “ইদানীং কিছু নতুন নেতা দেখা যাচ্ছে যারা কেবলমাত্র পানিতে পা ভিজিয়ে এবং কিছু ময়লা পরিষ্কার করেই গণমানুষের নেতা হতে চায়। গণমানুষের নেতা হতে হলে জনগণের কল্যানে নিবেদিত প্রাণ হয়ে মানুষের সমস্ত বিপদে সবসময় পাশে থাকতে হয়। গণমানুষের নেতা হওয়া এত সহজ না।”

তিনি অঙ্গীকার করেন, “আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখাই, আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।”

সাবেক এমপি গিয়াসউদ্দিন অভিযোগ করেন, দেশের প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচনকে নষ্ট করার লক্ষ্যে এখনো ‘কিছু কিছু ফ্যাসিস্টের দোসররা’ ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে ‘চোখ কান খোলা রেখে ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি’ রাখার আহ্বান জানান।

তিনি বলেন, তিনি নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী এলাকা নিয়ে কাজ করছেন এবং ধানের শীষের প্রতীক যার হাতেই থাকুক না কেন, সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করে আনবে।

কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আশিক মাহমুদ সুমনের পরিচালনায় সভায় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দাকার মনিরুল ইসলাম সহ ফতুল্লা থানা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email