ইউনাইটেড ক্লাব নির্বাচন: একটি পদে ৭ জনের লড়াই ২৬ জুলাই
লাইভ নারায়ণগঞ্জ: উৎসবমুখর ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইউনাইটেড ক্লাব লিমিটেডের ২০২৫-২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া জোরেশোরে চলছে। মঙ্গলবার রাতে ক্লাব কর্তৃপক্ষ সকল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে। তবে, এবারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। মূল আকর্ষণ এখন ৫টি নির্বাহী সদস্য পদের জন্য ৭ জন প্রার্থীর লড়াইয়ে।
ক্লাব সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের শেষ সময় ছিল এবং এই সময়ের মধ্যে মোট ১৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ১৩টি মনোনয়নপত্রই নির্ধারিত সময়ের মধ্যে ক্লাব অফিসে জমা পড়েছিল।
ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মমতাজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার (৮ জুলাই) দিনব্যাপী এই ১৩টি মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাই প্রক্রিয়া শেষে গতকাল রাত ৮টায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি আরও নিশ্চিত করেছেন যে, কোনোক্রমেই আর সময় বৃদ্ধি করা হবে না এবং নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন হচ্ছে।
নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকল প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সঠিক বলে গণ্য হয়েছে। প্রাথমিক তালিকা অনুযায়ী, যেসব পদে একাধিক প্রার্থী না থাকায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, সেগুলো হলো সভাপতি পদে মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে নাজির হোসেন সিজন, মো. সেলিম রেজা, আব্দুল আল মামুন এবং কোষাধ্যক্ষ পদে মো. রাশেদুল ইসলাম।
শুধুমাত্র নির্বাহী সদস্য পদে ৫টি আসনের জন্য ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পদের প্রার্থীরা হলেন- শাহানা বেগম, রাসেল মাহমুদ, সুলতান মাহমুদ কাজল সরকার, আলমগীর হোসেন, মো. হাবিবুর রহমান রিপন, মো. জহিরুল ইসলাম ও আসলাম চৌধুরী।
ক্লাব কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ জুলাই ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কোনো প্রার্থী যদি আপিল করতে চান, তবে তাকে ১০ জুলাই সকাল ১০টা থেকে রাত ৯টার মধ্যে আবেদন করতে হবে। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১১ জুলাই রাত ৮টায়। আপিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, প্রার্থীরা ১২ জুলাই সকাল ১০টা থেকে রাত ৯টার মধ্যে তাদের প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ পাবেন।
সকল প্রক্রিয়া শেষে, ১৩ জুলাই সকাল ১১টায় প্রতিষ্ঠানের কার্যালয়ে বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশের পরই প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (বিরতিহীন) প্রতিষ্ঠানের কার্যালয়ে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।