ইউনাইটেড ক্লাব নির্বাচনে জয়ী হলেন যারা
লাইভ নারায়ণগঞ্জ: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড ক্লাব লিমিটেডের ২০২৫-২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রতিষ্ঠানের কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট পাঁচটি পদের বিপরিতে লড়াই করেছেন ৬জন প্রার্থী। ভোট গ্রহন ও গণনার পর মোট ৫ জন প্রার্থীকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
নিবাচিত প্রার্থীরা হলেন, ১নং ব্যালটের প্রার্থী রাসেল মাহমুদ, ২নং ব্যালটের প্রার্থী সুলতান মাহমুদ কাজল সরকার, ৪নং ব্যালটে মোঃ জহিরুল ইসলাম, ৫নং ব্যালটে আসলাম চৌধুরী ও ৬নং ব্যালটে আলমগীর হোসেন। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৬ জন। যার মধ্যে ভোট কাস্ট হয় ২১৮ জনের এবং বৈধ হিসেবে গননা হয় ২১৫ টি ভোট।
ক্লাব কতৃপক্ষ থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ি, নির্বাচনে ২০৩টি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন ৪নং ব্যালটের প্রার্থী মোঃ জহিরুল ইসলাম। এছাড়াও ২০০ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেন ২নং ব্যালটের প্রার্থী সুলতান মাহমুদ কাজল সরকার, ১৮৯ টি ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করেন ৬নং ব্যালটে আলমগীর হোসেন, ১৮৫ টি ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেন ৫নং ব্যালটে আসলাম চৌধুরী, ১৭৯ টি ভোট পেয়ে ৫ম স্থান অর্জন করেন ১নং ব্যালটে রাসেল মাহমুদ ও সর্বশেষ ১১৯ টি ভোট পেয়েছেন ৩নং ব্যালটের শাহানা বেগম।
এর আগে ক্লাব কর্তৃপক্ষ নির্বাচনের বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ১১টি পদের মধ্যে ৬ টিতেই প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন, সভাপতি: তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি: হাবিবুর রহমান, সহ-সভাপতি: সেলিম রেজা, সহ-সভাপতি: নাজির হোসেন সিজন, সহ-সভাপতি: আব্দুল আল মামুন ও অর্থ সম্পাদক: রাশেদুল ইসলাম।