ইউনাইটেড ক্লাবের নির্বাচন: ৫টি নির্বাহী সদস্য পদে ৬ প্রার্থীর লড়াই
লাইভ নারায়ণগঞ্জ: উৎসবমুখর ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইউনাইটেড ক্লাব লিমিটেডের ২০২৫-২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। রবিবার (১৩ জুলাই) ক্লাব কর্তৃপক্ষ বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ১১টি পদের মধ্যে ৬টিতেই প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ফলে মূল আকর্ষণ এখন ৫টি নির্বাহী সদস্য পদের জন্য ৬ জন প্রার্থীর লড়াইয়ে।
নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহার প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নিম্নলিখিত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন:
সভাপতি: তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি: হাবিবুর রহমান, সহ-সভাপতি: সেলিম রেজা, সহ-সভাপতি: নাজির হোসেন সিজন, সহ-সভাপতি: আব্দুল আল মামুন ও অর্থ সম্পাদক: রাশেদুল ইসলাম।
জানা গেছে, মোট ১৩টি মনোনয়নপত্র বিক্রি হলেও, নির্বাহী সদস্য পদপ্রার্থী জনাব হাবিবুর রহমান রিপন নির্ধারিত সময়ের মধ্যে তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায়, ভোটের লড়াইয়ে প্রার্থীর সংখ্যা কমে এসেছে।
এখন শুধুমাত্র ৫টি নির্বাহী সদস্য পদের জন্য ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যালট নং ০১: রাসেল মাহমুদ, ব্যালট নং ০২: সুলতান মাহমুদ কাজল সরকার, ব্যালট নং ০৩: শাহানা বেগম, ব্যালট নং ০৪: মোঃ জহিরুল ইসলাম, ব্যালট নং ০৫: আসলাম চৌধুরী, ব্যালট নং ০৬: আলমগীর হোসেন
ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মমতাজ উদ্দিন আহমেদ এবং নির্বাচন কমিশনার মোঃ সেলিম হোসেন নিশ্চিত করেছেন যে, নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন হচ্ছে এবং কোনোক্রমেই সময় বৃদ্ধি করা হবে না।
আগামী ২৬ জুলাই ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (বিরতিহীন) প্রতিষ্ঠানের কার্যালয়ে ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর এখন নির্বাহী সদস্য পদের প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ইউনাইটেড ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।