শুক্রবার, মে ৩০, ২০২৫
Led02সোশ্যাল মিডিয়া

ইউনাইটেড ক্লাবের নির্বাচন ২৬ জুলাই

লাইভ নারায়ণগঞ্জ: উৎসবমুখর ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইউনাইটেড ক্লাব লি. এর ২০২৫-২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো, যা সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে। ক্লাব কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ জুলাই ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ইউনাইটেড ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মমতাজ উদ্দিন আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, এবার সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ৩ জন সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং ৫ জন নির্বাহী সদস্যসহ মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্লাবের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নে এই নতুন পর্ষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সদস্যদের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।

নির্বাচনী প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
নির্বাচনী তফসিল অনুযায়ী, বকেয়া চাঁদা পরিশোধ করে ভোটার তালিকা হালনাগাদ করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ জুন রাত ৮টা পর্যন্ত। ক্লাব অফিস ও একাউন্টস বিভাগে এই কাজটি সম্পন্ন করা যাবে। এর পরদিন, ২৮ জুন রাত ৮টায় ক্লাব অফিস ও একাউন্টস বিভাগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই খসড়া তালিকার উপর সদস্যদের আপত্তি জানানোর জন্য ১ জুলাই রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রাপ্ত আপত্তির শুনানি ও নিষ্পত্তির জন্য ২ জুলাই রাত ৮টা নির্ধারণ করা হয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে ৪ জুলাই সকাল ১০টায় প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিতরণ ও জমা:
মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়া শুরু হবে ৬ জুলাই সকাল ১০টায় এবং চলবে রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত ফি এর বিনিময়ে প্রতিষ্ঠানের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র বিতরণের শেষ তারিখ ৭ জুলাই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ৮ জুলাই সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে তাদের পূরণকৃত মনোনয়নপত্র প্রতিষ্ঠানের কার্যালয়ে জমা দিতে হবে।

বাছাই ও আপিল প্রক্রিয়া:
মনোনয়নপত্র বাছাই এবং বাছাই শেষে প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১ জুলাই রাত ৮টায় প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কোনো প্রার্থী যদি আপিল করতে চান, তবে তাকে ১০ জুলাই সকাল ১০টা থেকে রাত ৯টার মধ্যে প্রতিষ্ঠানের কার্যালয়ে আবেদন করতে হবে। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১১ জুলাই রাত ৮টায়।

প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা:
আপিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, প্রার্থীরা ১২ জুলাই সকাল ১০টা থেকে রাত ৯টার মধ্যে তাদের প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ পাবেন। সকল প্রক্রিয়া শেষে, ১৩ জুলাই সকাল ১১টায় প্রতিষ্ঠানের কার্যালয়ে বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশের পরই প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন।

ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা:
নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (বিরতিহীন)। প্রতিষ্ঠানের কার্যালয়ে এই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে ভোট গণনা এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।

RSS
Follow by Email