আ.লীগ বাংলাদেশবিরোধী শক্তির ইন্ধনে কাজ করেছে: এড. টিপু
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু আওয়ামী লীগের অতীত ইতিহাসকে ‘ব্যর্থতার ইতিহাস’ আখ্যা দিয়ে দলটির কড়া সমালোচনা করেছেন। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের কর্মীসভায় নেতা-কর্মীদের প্রতি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট নিশ্চিত করার লক্ষ্যে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল চারটায় ২৭ নং ওয়ার্ডের বঙ্গশাসন এলাকায় এই কর্মীসভার আয়োজন করা হয়। ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রমজান আলীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে অ্যাডভোকেট টিপু আওয়ামী লীগকে সরাসরি আক্রমণ করে বলেন, “আপনারা জানেন একাত্তর থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস কেবলই ব্যর্থতার ইতিহাস। আওয়ামী লীগ এই দেশকে বারবার দুর্ভিক্ষে নিমজ্জিত করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, সংবিধানকে লুণ্ঠন করেছে, এবং একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা চালিয়েছে। তারা সব সময়ই বাংলাদেশবিরোধী শক্তির ইন্ধনে কাজ করেছে।”
তিনি অভিযোগ করেন, মিথ্যা প্রতিশ্রুতি আর ভুয়া উন্নয়নের গল্প শুনিয়ে তারা বারবার এই জাতির সঙ্গে প্রতারণা করেছে।
অন্যদিকে, অ্যাডভোকেট টিপু বিএনপির রাষ্ট্র পরিচালনার সাফল্যের কথা তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে আগামী বাংলাদেশের মুক্তির সনদ।
তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ জাতীয়তাবাদী শক্তি আবারও জনগণের সমর্থনে ক্ষমতায় এসে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, উন্নত, আত্মনির্ভরশীল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।”
পরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ২৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোকান ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
