শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led04জেলাজুড়েবন্দররাজনীতি

আ.লীগ নেতা কাজিম উদ্দিনের মৃত্যুতে খোকন সাহার শোক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। সেই সাথে কাজিম উদ্দিনের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

এক শোক বার্তায় খোকন সাহা বলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কাজিম উদ্দিনের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি সাংগঠনিক ভাবে দক্ষ একজন নেতা ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

রোববার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ভারতের দিল্লি এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজিম উদ্দিন প্রধান (৬৭) মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহ… রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। কাজিম উদ্দিন প্রধান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল ভারতের দিল্লি এ্যাপলো হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার (১৫ এপ্রিল) বাদ আছর বন্দর ফরাজীকান্দা নাসিম ওসমান টোল প্লাজা সংলগ্ন এলাকায় কাজিম উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়।

RSS
Follow by Email