শনিবার, মে ১০, ২০২৫
Led02রাজনীতি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) রাত ৯টা থেকে সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ডে অংশে এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি আমিত হাসান গণমাধ্যমকে বলেন, ‌‘আমাদের এই বিক্ষোভ সন্ত্রাসী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে।’

আলমগীর নামের আরেকজন বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। অন্যথায় আমরা মাঠ ছাড়বো না।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ছাত্রদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।’

RSS
Follow by Email