আ.লীগ অন্যায়-অপরাধের পাহাড় করেছে, মানুষ বিচার দেখতে চায়: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেক মানুষ প্রতিবন্ধকতা বরণ করেছে, অনেক মানুষ হামলা মামলার শিকার হয়েছে। অনেক ত্যাগের মাধ্যমে আমরা ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। স্বৈরাচারের পতনের পর সাথে সাথে জীবন রক্ষায় দেশ ত্যাগ করে পালিয়ে গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল তিনটায় জালকুড়ি পশ্চিমপাড়া মাঠে, সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, স্বৈরাচার এই দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, আইনের শাসনকে ধ্বংস করেছে, মানুষের মৌলিক অধিকারকে নষ্ট করেছে, দেশের অর্থ সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে ও দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সামাজিক ন্যায় বিচারকে ধ্বংস করেছে। মানুষের মধ্যে বৈষম্য ব্যবকভাবে বৃদ্ধি করেছে। স্বৈরাচার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিলো। কিভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটা এখন মানুষ স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ অন্যায় অপরাধের পাহাড় করেছে, মানুষ এগুলোর বিচার দেখতে চায়। যারা দোষি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। মানুষ আজ নিজেদের অধিকার চায়, ভোটের অধিকার চায়।