বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led02ফতুল্লারাজনীতিসিদ্ধিরগঞ্জ

আ.লীগের মনোনয়ন: নারায়ণগঞ্জ-৪ এ আবারো শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। রোববার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমান আধিপত্য বিস্তার করে। ১৯৯৬ এর নির্বাচনে আসনটি দখলে নেয় আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান।

২০০১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং ২০০৮ সালে জয় ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দল। সবশেষ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান।

RSS
Follow by Email