বুধবার, জুলাই ২৩, ২০২৫
রাজনীতি

আ.লীগের মতো কিছু দল জুলাই আন্দোলনের চেতনাকে বিক্রি করে খাচ্ছে: ফারহান

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ফারহান বলেন, যেভাবে আওয়ামীলীগ মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে সতারা বছর খেয়েছে, একেবারে জুলাই আন্দোলনের চেতনাকে বিক্রি করে খাওয়ার চেষ্টা করছে নতুন গজে ওঠা কিছু দলের রাজনীতিবিদ।

সে দলগুলোকে বলতে চাই, আপনারা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নামেননি। তবে ১৭ বছর আন্দোলন করেছে আমাদের নেত্রী খালেদা জিয়া ও বিএনপির শত শত নেতাকর্মীরা। ১৭ বছরের আন্দোলনের কারণে গণঅভ্যুস্থান হয়েছে। আপনারা যেভাবে সেই হাসিনার রাস্তা ধরছেন, সে যেভাবে ভারতে পালিয়ে গেছে আপনারা সেই রাস্তাও পাবেন না। আন্দোলনে শ্রমিক, হকার, রিকশা চালক সকলেই জীবন দিয়েছে। ২৪ এর আন্দোলন কারো একার নয়। এ গণঅভ্যুত্থান কোন নির্দিষ্ট একটি দল করেনি।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাষাড়া শহীদ মিনারে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের আয়োজিত এই সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত নির্মম। সেখানে অনেক নিষ্পাপ শিশু নিহত হয়েছে। আমরা এখনো জানিনা কতজনের প্রাণ ঝরে গেল। কিন্তু সেই ঘটনায় মেহেরিন চৌধুরীর নামের আরেকজন শিক্ষিকা নিহত হয়েছেন। সে শিক্ষিকার আরেকটি পরিচয় ছিল, সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ছিলেন। সে কখনোই এই পরিচয় দিতেন না। সেই শিক্ষিকা ২০ জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ দিয়েছেন।

RSS
Follow by Email