আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকির খানের নির্দেশে শ্রমিকদলের মিছিল
লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির নামে সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল ও সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ রাজপথে বিক্ষোভ মিছিল করেছে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়।
বুধবার (১২ নভেম্বর) রাতে মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল ও নারায়ণগঞ্জ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ‘ফ্যাসিষ্ট শেখ হাসিনার নৈরাজ্যের প্রতিবাদে’ এই মিছিল বের করা হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মনির মল্লিক, মোঃ লিটন মিয়া, মোঃ মজিবর, সিটি বন্ধন পরিবহনের পরিচালক মোঃ ইউসুফ হোসেন, পরিচালক মোঃ লিটন খান, মোঃ সাদ্দাম হোসেন, উৎসব পরিচালক মোঃ নাজিম, মোঃকাজল, মোঃরতন হোসেন, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহ সম্পাদক মোঃ শাহীন, মোঃ জুয়েল, মোঃ আলী, মোঃআলী হোসেন, সদর থানা শ্রমিকদলের আহবায়ক মোঃ আজিম সর্দার, কামাল মোল্লা, মোঃ নজরুল, মোঃ মাসুম, শফিউদ্দীন, মোঃ মোক্তার হোসেন, মোঃ মামুন, মোঃ সাবেত, মোঃ মোতালীব, মোঃনাজির, মোঃ মোস্তফা, মোঃলিটন, মোঃ আলী, মোঃ জিয়াউর রহমান, আঃ করিম, মোঃ হাসেম, মোঃ ইকবাল, মোঃ জসিম, মোঃ জাহাঙ্গীর ও মোঃ রহিম সহ আরো নেতৃবৃন্দরা।
