বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04রাজনীতি

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শামীম ওসমান, থাইল্যান্ডের বিষয়টি গুজব

লাইভ নারায়ণগঞ্জ: ‘স্বপরিবারে থাইল্যান্ডে পারি জমিয়েছেন শামীম ওসমান’ এমন গুজবটি যখন সর্বত্র চৌর, এমন সময় রাজধানীর ধানমন্ডি অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকছেন শামীম ওসমান; এমন একটি ছবি প্রকাশিত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) বিকেলের দিকে শামীম ওসমানের ব্যাক্তিগত সহকারি (পি এস) হাফিজুর রহমান মান্না তার ফেসবুক আইড থেকে ছবিটি প্রকাশ করেন। সেখানে তিনি লিখেন, ‘আছি থাইল্যান্ডের ধানমন্ডি পার্টি অফিস’।

এ বিষয়ে হাফিজুর রহমান মান্না লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘এমপি সাহেব বর্তমানে ধানমন্ডি-৩ এ আছেন। গত রাত থেকে তার থাইল্যান্ডের যে বিষয়টি ছড়ানো হচ্ছে, সেটি গুজব।’

এদিকে, শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি দেশেই আছি।’

এর আগে, সকালে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে ইমতিনান অয়ন ওসমান। ভিডিওতে তিনি বলেন, ‘একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়?’ সেইসঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে।

তিনি আরও বলেন, ‘সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দিবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’

এর আগে ২ আগস্ট রাত থেকে ফেসবুকে গুজব ছড়ানো হয় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা সকলেই থাইল্যান্ড চলে গেছেন।

RSS
Follow by Email