মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
Led04রাজনীতি

আ.লীগের অত্যাচারে কেউ সত্য কথা বলতে সাহস পায়নি: এড টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, একটি ঘরের মেরামত মানুষ কখন করে, যখন ঘরটি ভেঙ্গে যায়। বিগত ১৬ বছর বাংলাদেশকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। গণতন্ত্র ছিলো না, বাক স্বাধীনতা ছিলো না, সংবাদপত্রের স্বাধীনতা ছিলো না, মানবধিকার ও রাজনীতি করার অধিকার ছিলো না। নিরাপদ ভাবে মা বোনেরা রাস্তা চলাফেরা করতে পারে নাই। আমার রাজনৈতিক জীবনে কোনদিন চাঁনমারি এলাকায় দাঁড়িয়ে কথা বলবো এটা কল্পনায়ও ভাবতে পারি নাই। একটা সময় ছিল চানমারির কথা শুনলে আমরা ভয় পেতাম। চানমারি এসে আমরা অনুষ্ঠান করবো কখনো চিন্তাও করতে পারেনি। নারায়ণগঞ্জের একটি গোষ্ঠী চানমারিকে জিম্মি করে রেখেছিল তাদের স্বার্থের জন্য। চানমারিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে বহু গন্যমান্য ব্যক্তিবর্গ বসবাস করে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে ১২নং ওয়ার্ড বিএনপি’র উদ্দ্যেগে, রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন,গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে সাথে খুনি শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমান পালিয়ে যাওয়ার চানমারি মুক্ত হয়েছে। এখন চানমারির মানুষ প্রাণ খুলে বলতে পারে আমরা নারায়ণগঞ্জবাসী।

তিনি বলেন, গত ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে হাজার হাজার টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে। আর যারাই তাদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছে তাদের কণ্ঠরোধ করে দিয়েছে মামলা হামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে এবং আয়না ঘর করে মানুষকে জিম্মি করে অন্ধকারে রেখে নির্মল অত্যাচার করেছিল। তাদের অত্যাচারে কেউ সত্য কথা বলতে সাহস পায়নি। হত্যা,গুম, খুনের মাধ্যমে দাবিয়ে রাখা হয়েছিল।

RSS
Follow by Email