সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03রাজনীতি

জেল হত্যা দিবসে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

লাইভ নারায়ণগঞ্জ: জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে এড খোকন সাহার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর মূরালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, দপ্তর সম্পাদক এডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার আতিকুজ্জামান সোহেল, মহানগর আওয়ামী লীগের সদস্য শিপন সরকার শিখন, সিপন সুশীল দাস, পরিবেশবীদ সুজিত সরকার, খাজা রহমান, এস এম নয়ন, তানবীর কবির মুন্না প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট খোকন সাহা বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের খুনিরা নির্মম ভাবে হত্যা করার পর আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করা হয়, খুনিরা মনে করেছিলেন আওয়ামীলীগ কোনভাবেই দাঁড়াতে পারবে না, খুনিদের মনের আশা পূরণ হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, আগামীতে বাংলাদেশ একদিন স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।’

RSS
Follow by Email