রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজার থানায় হামলা-লুটপাট, অজ্ঞাত ৩০ হাজার জনের বিরুদ্ধে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার থানায় হামলা চালিয়ে লুটপাটের ঘটনায় অজ্ঞাত প্রায় ৩০ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ রিপন আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে থানায় হামলা, যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগ এবং আসবাবপত্র ও অস্ত্র-গোলাবারুদ লুট করা হয় যার আনুমানিক মূল্য ২৪ কোটি ২০ লক্ষ টাকা বলে উল্লেখ করা হয়।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসানউল্লাহ লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। এসময় তারা থানায় হামলা চালায়। এসময় পুলিশ সদস্যরা হামলাকারীদের নিবৃত্ত করতে ফাঁকা গুলি ছুড়লেও সময়ের সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পুলিশের ২১ সদস্য আহত হন। পরে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যায়। দুর্বৃত্তরা থানার গেট ভেঙে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও থানার বিভিন্ন গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

RSS
Follow by Email