আড়াইহাজার থানার লুটকৃত অস্ত্র শিবপুর থেকে উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বাটছাড়া চাইনিজ রাইফেলসহ একটি ট্রাংক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) শিবপুর এলাকায় থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া সকল অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
