বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03আদালতরাজনীতি

আড়াইহাজার থানার মামলায় গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে আদালতে তোলা হয় তাকে।

পরে শুনানি শেষে এই নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুজ্জামানের আদালত।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

এর আগে, সকাল থেকে আদালত জুড়ে ছিলো বিএনপি নেতাদের সমাগম। নেতাকর্মীরা আদালতে জড়ো হয়ে গিয়াসউদ্দিনের মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকে। যার কারণে আদালতপাড়ায় ব্যাপক নিরপত্তা নিশ্চিত ছিল।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আড়াইহাজার থানার একটি মামলায় আজ তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে তার আইনজীবী জামিনের আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বতমানে তিনি ঢাকা কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।

RSS
Follow by Email