রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04আড়াইহাজারজেলাজুড়েরাজনীতি

আড়াইহাজার উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ করেছে আড়াইহাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি।

লিফলেট বিতরণের এক পর্যায়ে মাহমুদুর রহমান সুমন বলেন, প্যালেস্টাইনের জন্য মায়া কান্না যে নাটক দেশের মানুষ তা বোঝে কারণ এদেশে তারা ইসরাইলের মতোই শাসন করছে। একের পর এক ডামি নির্বাচন আয়োজন করে যাচ্ছে, তারা জনগণের হাজার হাজার কোটি টাকা ধ্বংস করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন মো.কাসেম ফকির, ভিপি মনজুর, মো.সাহেদুল, মাওলানা নাসির,ড.মজিবুর, মো.রমজান,মো.আমান মো.হিরোন,মো.কবির হোসেন, মো.হানিফ, মো. আনোয়ার, মো.শাহ আলম. মো ইসমাঈল, মো.মান্নান,মো.মাসকুর খান,মুক্তার হোসেন খান,মো.আশরাফুল, মো.সাদেক,মো.নুরুল হকসহ আরও অনেকে।

RSS
Follow by Email