শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
Led05আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজার উপজেলা নির্বাচনে চেয়ার‌ম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি প্রতীক বরাদ্দ দেন।

রিটার্নিং কর্মকর্তা মো. সাকিব আল রাব্বি জানান, চেয়ারম্যান পদে ৩ প্রার্থী আনারস প্রতীক চেয়েছিলেন। তবে কাজী সুজন ইকবাল পেয়েছেন আনারস প্রতীক, মো. শাহজালাল মিয়া পেয়েছেন দোয়াত কলম প্রতীক, সাইফুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক।

এর আগে, ৩০ এপ্রিল আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এতে করে ভাইস চেয়ারম্যান হিসেবে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন।

RSS
Follow by Email