রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতির অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। রবিবার (৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ডাকাতদের আক্রমণে ৩ জন আহত হন।

স্থানীয়রা জানান, রাতে কৃষক আব্দুল হালিমের বাড়ি, মো. ইব্রাহিম এবং বেলায়েত হোসেনের বাড়িতে হামলা চালায় ডাকাতরা। এসময় বাধা দিতে গেলে আব্দুল হালিম, তার স্ত্রী কামরুন নাহার এবং মেয়ে সুমাইয়া আক্তারকে ধারালো আহত করে তারা। এসময় বিভিন্ন বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরবর্তীতে আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, ডাকাতির খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এইঘটনায় কয়েকজন মারধরের শিকার হয়েছেন।

RSS
Follow by Email