বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led01আড়াইহাজারজেলাজুড়েরাজনীতি

আড়াইহাজারে হুইপ বাবু ‘চীন-আমেরিকা আমাদের সঙ্গে প্রেম করতে চায়’

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, যার যেটা দরকার আমাদের মেম্বার-চেয়ারম্যান নেতারা রয়েছেন আমরা সব কাজ সমাধান করে দেব। যারা দলাদলি করে, দুই নম্বরি করে, ঢাকা সিলেট মহাসড়কে চুরি করে, পাঁচরুখীতে গাড়িতে আগুন দেয়, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আপনারা সবাই সঠিক পথে থাকবেন, সঠিক কথা বলবেন এবং মারামারি কাটাকাটি এসব ছেড়ে দেবেন। আড়াইহাজারে সব রাস্তার টেন্ডার করা আছে। কোনো রাস্তা ভাঙা থাকবে না। আগামী ডিসেম্বরে আগে দুই গাড়ি একসঙ্গে চললে থামতে হবে এমন রাস্তা রাখবো না।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু এমন একজন মানুষ (প্রধানমন্ত্রী) আমাদের জন্য রেখে গেছেন, তিনি ঠিক থাকলে এদেশের আপামর জনসাধারণের ভাগ্যের চাকা আল্লাহ ঘুরিয়ে দেবেন। এই গরিব দেশ আজ এমন এক জায়গায় চলে গেছে যা দেখে আজ চীন আমাদের সঙ্গে প্রেম করতে চায়। আমেরিকাও আমাদের সঙ্গে প্রেম করতে চায়, সম্পর্ক রাখতে চায়।

এ সময় হুইপ এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলের পেছনের আরেকটি গেট স্থাপনের কথা জানান। পাশাপাশি খানপাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য ১০০ কোটি টাকার বরাদ্দের ঘোষণা দেন।

মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক কায়েস খান টয়েস, পরিচালক মাহাবুব খান হিমেল, মেয়র সুন্দর আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাহিদা মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ প্রমুখ।

RSS
Follow by Email