আড়াইহাজারে স্বপন হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারের স্বপন হত্যা মামলায় শামীম ও হাবিবুল্লাহ নামের দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, একই উপজেলার সেন্দি এলাকার রুস্তম আলীর ছেলে শামীম (৩০) ও তার ভাই হাবিবুল্লাহ (৩৪)।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান গণমাধ্যমকে জানায়, ‘স্বপন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
জানা যায়, ২০১৯ সালের ৩১ মে দুই সহোদর শামীম ও হাবিবুল্লাহ মিলে স্বপনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। সে মামলায় আদালত বিচারকার্য শেষে এ রায় ঘোষণা করেন।