মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led01Led02আড়াইহাজার

আড়াইহাজারে সিএনজি পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ২ ঘন্টায় নির্বাপন

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) ভোরে গোপালদী বাজারে সিএনজি পট্টিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২টি ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাদিউল ইসলাম।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, আলমারি ও মটর তৈরির ২টি ওয়ার্কশপ কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাদিউল ইসলাম জানান, বিকট শব্দের মধ্য দিয়ে আগুনের বাড়তে শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পাওয়ার সাথে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ক্ষয়ক্ষতির পরিমান ৪২ লাখ টাকা এবং উদ্ধার করা হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকার পরিমানের মাল সামানা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও গোপালদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী।

RSS
Follow by Email