রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04রাজনীতি

আড়াইহাজারে সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সন্ত্রাস, নৈরাজ্যের ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুরের নির্দেশে ও আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগরের নেতৃত্বে এ সমাবেশের আয়োজন করা হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর আহ্বানে বিভিন্ন স্লোগান দেন। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান, ব্রাক্ষন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক ভুইয়া।

আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর বিএনপির সাবেক আহবায়ক রুপচান মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, খানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলআমিন , বিএনপি নেতা মঞ্জুর হোসেন, আক্তার হোসেন, সাবেক কাউন্সিলর কালু মিয়া, সাবেক ইউপি সদস্য সেলিম ভুইয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও মাসুম প্রমুখ। বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতা কর্মী অংশ নেন।

RSS
Follow by Email