রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে মো. বেলায়েত হোসেন (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ আগস্ট) দুপুরে গোপালদী পৌরসভার দাইরাদী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

নিহত বেলায়েত হোসেন আড়াইহাজার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ৩ বছর আগে তার বেলায়েতের সঙ্গে দাইরাদী গ্রামের নাইমের মেয়ে রিতু আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান জন্ম হয়। এরপর স্বামী বেলায়েত মালোয়েশিয়ায় চলে যায়। ৫ মাস আগে সে মালোয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসে। শুক্রবার (২ জুলাই) বেলায়েত তার স্ত্রীকে নিয়ে মামা শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ওই খানে থেকে সে শ্বশুরবাড়িতে রাতযাপন করেন।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, দাইরাদী গ্রাম থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা বলছেন এটি আত্মহত্যা না। তাই ময়নাতদন্তের জন্য লাশকে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

RSS
Follow by Email