বুধবার, মার্চ ২৬, ২০২৫
Led03আড়াইহাজার

আড়াইহাজারে শিশুকে ধর্ষণ অভিযোগ চাচার বিরুদ্ধে

# শিকার করেছেন শিশুকে ধর্ষণ করে গায়ের উপর বীর্জপাত ঘটিয়েছে: ওসি

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক শিশু(২) কে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচার বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সাতগ্রাম ইউনিয়নের ওই ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশে সোর্পদ করেন। এই ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন।

অভিযুক্তর নাম রেজাউল করিম (৫৮)। সে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার নুরুল ইসলামের ছেলে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

মামলার বরাত দিয়ে শিশুটির বাবা জানান, ঘটনার দিন তার ২ বছরের মেয়েটি তাদের বাড়ীর উঠানে খেলা করছিল। এ সময় তিনি ব্যবসার কাজে বাহিরে যায় এবং তার মা সাংসারিক কাজে ঘরের ভিতরে ব্যস্ত ছিল। ধর্ষক রেজাউল করিম বাড়ির পাশে দোকানদারি করে। এ সময় রেজাউল করিম মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে তার চা-বিস্কুটের দোকানের ভিতরে নিয়ে যায়। ঘটনার সময় পাশের এক মহিলা দোকানে কিছু কিনতে আসলে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এবং জানতে চাইলে দোকানের ভেতর থেকে রেজাউল করিম বাচ্চাটাকে পিছনের দরজা দিয়ে বের করে দেয়। পরে বাবা মা উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন বলেন, দুই বছরের শিশুকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় রেজাউল করিমকে আটক করা হয়েছে। তিনি আমাদের কাছে শিকার করেছেন ওই শিশুকে ধর্ষণ করেছেন এবং ওই শিশুর গায়ের উপর বীর্জপাত ঘটিয়েছে। আমরা অভিযুক্তকে বুধবার ধর্ষণ মামলায় আদালতে প্রেরণ করবো।

RSS
Follow by Email