আড়াইহাজারে যুবক আটক, পুলিশের দাবি ‘ডাকাত সরদার’
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক আন্ত:জেলা ডাকাত সরদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার গোপালদী বাজার ব্রিজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ)
আটককৃত ডাকাতের নাম সজল চন্দ্র দাস (৩৫)। তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানা পুলিশের দেয়া তথ্য মতে, গ্রেফতারকৃত সজল চন্দ্র দাস উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত গুরু চন্দ্র দাসের পুত্র এবং ৭/৮ টি ডাকাতি মামলার আসামী। এর মধ্যে ২০১৩ সালেই বেশ কয়েটি ডাকাতি মামলা তার নামে রুজু করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার সকালে গোপান সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে থানার এস আই হাসান মাতাব্বর এবং এ এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন বলেন, আটককৃত ডাকাত সরদারের বিরুদ্ধে কুমিল্লা ও নারায়নগঞ্জ জেলায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারী ওয়ারেন্ট রয়েছে। আমরা তাকে ডাকাতি প্রস্তুতীর মামলায় আদালতে প্রেরণ করেছি।