আড়াইহাজারে যুবকের লাশ উদ্ধার, ধারণা ‘আত্মহত্যা’
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘আত্মহত্যা’। রবিবার দুপুরে গোপালদী পৌরসভার সদাসদি উত্তর পাড়া এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন গোপালদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান।
নিহত যুবকের নাম মো. সবুজ (২৬)। সে আড়াইহাজার উপজেলার সদাসদি উত্তর পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে তিনটায় সবুজ তার ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন। তার ভাই সুজন, যিনি স্থানীয় পাওয়ারলুম কারখানায় কাজ করেন, খাওয়ার জন্য বাড়ি ফিরে দরজা বন্ধ পেয়ে ধাক্কা দিলে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় ভাইয়ের মরদেহ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনের সহায়তায় মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে গোপালদী পুলিশ ফাঁড়ির এসআই আক্তারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ মানসিকভাবে অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।