শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক হলো আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের মুল্লকসাদি গ্রামে আলতাফ হোসেনর ছেলে ইমন হোসেন (১৮)।

শনিবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অয়িসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন। এর আগের দিন শুক্রবার একই এলাকায় নিহতের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

ওসি এনায়েত হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা তথ্য পেয়ে নিহত ইমন হোসেনের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। আমরা জানকে পেরেছি বিভিন্ন বিষয় নিয়ে ইমন হতাশ ও মাদকাসক্ত ছিলেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করছি এটি আত্মহত্যা তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

RSS
Follow by Email