রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
Led03আড়াইহাজার

আড়াইহাজারে মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষ, নিহত ২ আহত ১

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোল্লারচরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনারগাঁয়ের আমগতির এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) এবং উজ্জ্বল। ঘটনায় আহত ব্যক্তি মিঠু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মিঠু গণমাধ্যমকে জানায়, তারা তিনজন মোটরসাইকেলে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে মোল্লারচরে একটি নসিমন তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহান ঘটনাস্থলেই মারা যান, এবং হাসপাতালে আনার পর উজ্জ্বলও মৃত্যুবরণ করেন।

আড়াইহাজার থানার ডিউটি অফিসার শারমিন জানায়, আমরা তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি তাই কোন মামলা হয়নি। তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে।

RSS
Follow by Email