বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Led02আড়াইহাজার

আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, এক লাখ টাকা জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ চেতনা নাশক ওষুধ বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রূপগঞ্জে ও আড়াইহাজারের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে বিশেষ টাস্কফোর্স। অভিযানের সময় আড়াইহাজার উপজেলার কালি বাড়ি বাজারে ‘আনান মেডিকেল হল’ নামে এক দোকানে মেয়াদ উত্তীর্ণ চেতনানাশক ঔষধ জাসোসিন, এন্টিবায়োটিক ঔষধ জিনারক্স সি ভি সহ বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এর প্রেক্ষিতে ‘আনান মেডিকেল হল’কে এক লাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব মো. সেলিমুজ্জামান। এসময় টাস্কফোর্সের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুড ইন্সপেক্টর সালাউদ্দিন ভূঁইয়া।

মো. সেলিমুজ্জামান লাইভ নারায়ণগঞ্জকে জানান, আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স অভিযান হয়েছে। অভিযান চলাকালে আমরা জানতে পারি, আড়াইহাজার উপজেলার কালি বাড়ি বাজারে আনান মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ চেতনানাশক ঔষধ জাসোসিন, এন্টিবায়োটিক ঔষধ জিনারক্স সি ভি সহ বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় ও সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরও জানান, এরই সাথে অভিযান চলাকালে আমরা জনসাধারণের মাঝে ভোক্তা অধিকার আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার আইন সকলের জানা অনেক প্রয়োজন।

RSS
Follow by Email