বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
Led05আড়াইহাজার

আড়াইহাজারে মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: সারাদেশের ন্যায় মা ইলিশ রক্ষায় ও জাটকা ইলিশ সংরক্ষণে না.গঞ্জের নদীগুলোতে মাছ ধরার ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞার প্রথম দিনে আড়াইহাজারে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) বিকালে আড়াইহাজারের মেঘনা নদীর খাগকান্দা, দয়াকান্দা ও বিশনন্দীসহ বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, খাগকান্দা নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ তরিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ অসহায় ও দুস্থ লোকেদের মধ্যে বিতরণ করা হয়। উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরন, সংরক্ষণ নিষিদ্ধ আইনত দন্ডনীয় অপরাধ।

RSS
Follow by Email