শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে ভুয়া সন্দেহে আসল পুলিশকে থানায় সোপর্দ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ভুয়া পুলিশ সদস্য ভেবে এক কনস্টেবলকে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। তার সাথে এক মাদকসেবীর সখ্যতা থাকায় এলাকাবাসী সেই কনস্টেবলকে ভুয়া সন্দেহ করে বলে জানায় পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হেসেন। এর আগে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত কনস্টেবল হলেন ইমরান হোসেন, তিনি রূপগঞ্জ থানায় কর্মরত। এবং তার সাথে থাকা মাদকসেবী হলেন একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মাসুম।

ওসি এনায়েত হোসেন বলেন, ‘জনতা দুইজনকে আমাদের হাতে সোপর্দ করেছে। তাদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ইমরান এবং অপরজন মাসুম। ইমরান আমাদের থানায় আগেও ছিলো। তার বর্তমান বাসস্থানও এখানে। থানায় কর্মরত অবস্থায় এখানের বেশ কিছু মানুষের সাথে তার পরিচয় হয়। এসময় তার সাথে মাসুম নামের এক মাদকসেবীর সখ্যতা গড়ে উঠে। ঘটনার দিন মনিরের সাথে ইমরানকে দেখে স্থানীয়রা তাকে ভুয়া পুলিশ মনে করে। এসময় আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। তোদের সাথে কেউ কোন খারাপ আচারণ করেনি। আমরা ইমরানকে রূপগঞ্জ থানায় সোর্পদ করেছি ও মাসুমকে আদালতে প্রেরণ করেছি।’

RSS
Follow by Email