রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led02আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরে আড়াইহাজারের ছনপাড়া এলাকায় অনডিউটি কালীন (দায়িত্বরত অবস্থায়) বাসের ধাক্কায় তিনি নিহত হন। এ ঘটনায় মান্নান নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য আব্দুল গফুরের বাড়ি জামালপুরে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ছনপাড়ায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য গফুর ও মান্নান। এ সময় নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পুলিশ সদস্য গফুরের মৃত্যু হয়।

এ বিষেয়ে আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ বলেন, সোহাগ পরিবহনের ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পুলিশ সদস্যের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email