আড়াইহাজারে বাজারে অভিযান, ৭ কেজি জাটকা জব্দ
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকালে আড়াইহাজার বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে ৭ কেজি জাটকা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার আড়াইহাজার বাজারে মৎস্য বাজার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে বাজারে অভিযান পরিচালনা করে ৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ উপজেলার শিবপুর এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় বিষাক্ত রং ও রাসায়নিক মিশ্রিত মাছ বাজারে বাজারজাত না করার জন্যে বাজার কমিটিকে সজাগ থাকতে বলা হয়েছে। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার আমিনুল ইসলাম।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার জানান, জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।