বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led03আড়াইহাজার

আড়াইহাজারে বাক প্রতিবন্ধীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যা’

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে তানজীলা আক্তার (১৮) নামে এক বাক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাইজাদি ইউনিয়ন কাহিন্দী এলাকার নিজ বাড়ীর পাশের বাঁশঝাড় থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

নিহত তানজীলা হাইজাদি ইউনিয়নের সরফত আলীর মেয়ে।

জানা যায়, ভিকটিম তানজিলা আক্তার (বাক প্রতিবন্ধী-বোবা) সুতার মেইলে কাজ করে পরিবারের সাথে থেকে জীবিকা নির্বাহ করে। গতকাল রাত অনুমানিক সাড়ে ১০ টায় তানজিলা ঘরের বাইরে যায়। সকাল সাড়ে ৬ টার দিকে পাশের বাড়ির লোকজন বাঁশঝাড়ে তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। নিহতের হাঁটুতে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

RSS
Follow by Email