শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আড়াইহাজার

আড়াইহাজারে ফের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শ্রীনিবাসদী এলাকায় মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

এর আগে, রবিবার (২৪ নভেম্বর) বিকেলে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি তালিকায় নাম না থাকাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে অন্তত ৮ জন আহত হন।

স্থানীয়রা জানান, সোমবার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ছিল। শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয় । ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সালমদী একাদশ বনাম শ্রীনিবাসদী একাদশ। বিকেল তিনটার দিকে ফাইনাল খেলা শুরু হলে শ্রীনিবাসদী মাঠ দর্শকের কানায় কানায় ভরপুর হয়ে ওঠে। নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে শ্রীনিবাসদী একাদশ সালমদীর জালে এক গোল প্রবেশ করে। এতে এক গোলে এগিয়ে যায় শ্রীনিবাসদী। এরপর সালমদীর সমর্থকদের কয়েকজন দর্শক মাঠের প্রবেশ করে রেফারীর পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। খেলার কল্যান্দী গ্রামের লোকজন সালমদীর সমর্থকদের মাঠের বাইরে যাওয়ার কথা বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে সামলদীর সমর্থকরা মাঠের ভিতরে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কল্যান্দী ও সালমদী এলাকায় এ খবর পৌঁছালে তাদের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম সুমন (৩৮), শামিম মিয়া (৪৫), শাহেন শাহ (২৫), আবুল বাশার (৪০), শাহজালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৬), মুকুল ভূইয়া (১৯), শান্ত মিয়া (১৬) মকবুল হোসেন (২৫), শাহীন মিয়া (২২), মাহবুব হোসেন (৩০)সহ অন্তত ১৬ জন আহত হন।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, শ্রীনিবাসদী এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

RSS
Follow by Email