শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে পৃথক অভিযানে ৪ ডাকাত আটক

লাইভ নারায়ণগঞ্জ: অভিযান চালিয়ে পৃথকভাবে ৪ ডাকাতকে আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন গ্রামে অভিযান তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রেহানউদ্দীন (৪০), ফয়সাল (২৬), সবুজ (২২) ও আজিজুল (২৫)।

গ্রেফতার রেহানউদ্দীন উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার। ইউছুফ, ফয়সাল একই গ্রামের আলী হোসেন, সবুজ গফুর মিয়ার ও আজিজুল হক সাবের ছেলে।

এব্যাপারে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মাধবদী এলাকার একটি স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানরে এক পর্যায়ে প্রথমে রেহানউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে ফয়সালকে গ্রেফতার করা হয় সোনারগায়ের একটি এলাকা থেকে। সবুজ ও আজিজুলকে নিজ গ্রাম বগাদী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

RSS
Follow by Email