বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led02আড়াইহাজার

আড়াইহাজারে পানির নিচ থেকে ১০৫ রাউন্ড গুলি উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে খালে তল্লাশি চালিয়ে ১০৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) বেলা পোনে ১২টার দিকে আড়াইহাজার থানার দক্ষিণপাড়া জোড়া ব্রিজ এলাকা হতে ওই গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলিগুলো আড়াইহাজার থানায় ছিল যা ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলায় লুট হয়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার(সি সার্কেল) মো. মেহেদী ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আড়াইহাজার থানা থেকে লুট হওয়া গোলাবারুদ্রে একটি অংশ দক্ষিণপাড়া জোড়া ব্রিজ এলাকার খালে রয়েছে। পরে আমরা ৫ অক্টোবর বেলা ১১টা বেজে ৪৫ মিনিটে স্থানীয় ডুবুরিদের মাধ্যমে উদ্ধার অভিযান চালাই। এর মাধ্যমে আমরা ৭.৬২ চায়না রাইফেলের ১০৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হই।

RSS
Follow by Email