বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led04আড়াইহাজার

আড়াইহাজারে পাওনা টাকার জেরে মারধর, যুবকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পাওণা টাকা ফেরত চাওয়ার জের ধরে মারধরে নাজিমুদ্দিন (৩৫) নামের এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত যুবক নাজিমুদ্দিন হলেন একই গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে।

জানা যায়, শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের নিকট থেকে নাজিমুদ্দিন ১৫শ টাকা ধার নেয়। ঘটনার দিন ইব্রাহিম নাজিমুদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে গেলে নাজিমুদ্দিন বলে এখন তার কাছে টাকা নেই। টাকা আমি ধীরে ধীরে পরিশোধ করে দিব। এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে নাজিমকে মারধর করে। এরপর নাজিমুদ্দিন বাড়িতে গিয়ে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখান থেকে ঢাকা নেয়ার পথে নাজিমুউদ্দিন মারা যায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা বলেন, মারধরের পর সে বাসায় যায়। বাসায় গিয়ে বুকে ব্যথ্যা উঠলে তাকে প্রথমে স্বাস্থ কমপ্লেক্সে ও পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তরে মেডিকেলে নেওয়ার পথেই সে মৃত্যুবরণ করে। ময়নাতদন্তের জন্যে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্দের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

RSS
Follow by Email