আড়াইহাজারে পরিবেশ অধিদপ্তর অভিযান, গুড়িয়ে দিলো ইটভাটা
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পরিবেশ অধিদপ্তর অভিযানে ‘মেসার্স এএম ব্রিকস’ নামের একটি ইটভাটাকে গুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার (৬ মে) উপজেলার শিলমান্দি ইউনিয়নের ফাউসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। অভিযানে সহায়তা করে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়। এক্সক্যাভেটর দিয়ে কিলন ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিস পানি ঢেলে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।
এ বিষয়ে উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, ‘বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।’অনুমোদন ছাড়াই পরিচালিত এ ইটভাটা আশপাশের জনবসতি ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কর্মকর্তারা।
অভিযানকালে উপস্থিত আরও ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ ও সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারিও একই ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেসময় ভাটার কার্যক্রম বন্ধ করে এক লাখ টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। এরপরও অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাওয়ায় এ পদক্ষেপ নেয় প্রশাসন।