বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04আড়াইহাজার

আড়াইহাজারে পরিত্যাক্ত অবস্থায় বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-১১। রবিবার (১৭ নভেম্বর) রাতে আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গুরদী এলাকা অভিযান চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হলো, ১টি এয়ার গান, ৩ টি দেশি এলজি পিস্তল, ২ টি দেশি রিভলবার, ৪ টি পাইপ গান (বাট ছাড়া), ১ টি দেশী রাইফেল, ৮টি পাইপ গানের বিভিন্ন প্রকার ব্যারেল, ৬টি পিস্তলের খালি ম্যাগাজিন, ৪২ রাউন্ড ইয়ার গানের গুলি, ৮৪ টি ইয়ার গানের স্প্রিন্টার, ৩০৩ রাইফেলের ৬৩ রাউন্ড গুলি, ৬ রাউন্ড ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল টাইপ ৭৭ এর গুলি, ১৬ রাউন্ড ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল টাইপ ৫৪ এর গুলি, ২৮ রাউন্ড, ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম রাইফেলের গুলি, শর্ট গানের লেট বল কার্টুন ১৫ রাউন্ড এবং রাবার বুলেট কার্টুন ২ রাউন্ড, স্নাইপারের গুলি ৭ রাউন্ড, নমুনা বুলেট ১ টি, ব্লাংক অ্যামোনেশন ৬ রাউন্ড, বিভিন্ন প্রকার অস্ত্রের গুলির ২১ রাউন্ড।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ সোমাবার সকালে আড়ইহাজার থানায় জমা দেওয়া হয়।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন লাইভ নারায়ণগঞ্জকে জানান, আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নে অভিযান চালায় র‌্যাব। এসময় বিভিন্ন জায়গায় পরিত্যাক্ত অবস্থায় পরে থাকা অবস্থায় এই অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। সেগুলো উদ্ধার করে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email