সোমবার, এপ্রিল ২১, ২০২৫
Led04রাজনীতি

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাগর আড়াইহাজারে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পুলিশের গোপন অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক স্থানীয় শীর্ষ নেতা। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকায় অভিযান চালিয়ে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হাসান (২৫)-কে আটক করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া সাগর হাসান উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার বাসিন্দা এবং কবির হাসানের পুত্র। স্থানীয় রাজনীতিতে সক্রিয় এই যুবক দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ড ও গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে সাগর হাসানকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে কিছু তথ্য মিলেছে। আদালতের মাধ্যমে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। এই গ্রেপ্তারের পেছনে বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা, সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।

RSS
Follow by Email