বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে নারীসহ দুইজন আটক, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বিশনন্দী ফেরিঘাট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার ছওয়ানশুর এলাকার মৃত শুভ মিয়ার ছেলে মো. করিম (৩৫) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাইজভাইল এলাকার ফজলুল হকের মেয়ে ও খায়রুল ছালামের স্ত্রী নাজমা (৪০)।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাছির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশনন্দী ফেরিঘাট এলাকায় নজরদারি চালাচ্ছিল। একপর্যায়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় নারী ও পুরুষ যাত্রীর হাতে থাকা ব্যাগ থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি খন্দকার নাছির উদ্দিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুজনই স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধার করা ইয়াবা বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email