শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Led04আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে নাতনিকে ধর্ষণের অভিযোগ, দাদা আটক

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক বুদ্ধি প্রতিবন্ধী নাতনিকে ধর্ষণের অভিযোগে চাচাতো দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

গ্রেপ্তারকৃত আসামি কল্ল্যান্দী ভিটিপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে লোকমান হোসেন (৫৫)।

আড়াইহাজার থানার ওসি জানান, লোকমান হোসেন প্রায়ই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটিকে নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসতো। ১৭ জানুয়ারি সকালে ওই মেয়েটির মা ও ভাই তাদের কর্মস্থলে চলে যাওয়ার পর ফাঁকা বাড়ি পেয়ে কৌশলে ডেকে নিয়ে লোকমান হোসেন। পরবর্তীতে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে বলে দিলে প্রাণনাশের হুমকি দিয়ে ভিকটিমকে ছেড়ে দেয়া হয়। শিশুটি ভয়ে ২ দিন কথা গোপন রাখে। পরে বৃহস্পতিবার রাতে শিশুটির মা জানতে পারলে তিনি বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন।

তিনি আরও জানান, অভিযোগ পেয়ে আমরা অভিযান চালাই। এসময় বৃহস্পতিবার রাতেই তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email