আড়াইহাজারে দাফনের ৩ মাস পর বিএনপি নেতার লাশ উত্তোলন
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মৃত্যুর তিন মাস পর কবর থেকে বাবুল মিয়া নামে এক বিএনপির নেতার লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের উপস্থিতিতে বাবুল মিয়ার লাশ উত্তোলন করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে নিহত হন বাবুল মিয়া। ২২ আগস্ট দুপ্তারা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক চার এমপি সহ ১৩১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। সেই সাথে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার এজহারে সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করে। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় কালীবাড়ি বাজার হতে উঠিয়ে নিয়ে যায়। ভিকটিমকে আসামিরা দুপ্তরা তাতীপাড়া ঈদগাহে নিয়ে চাইনিজ কুড়াল ও রড এলোপাথারি ভাবে আঘাত করে রক্তাক্ত জখম করে। বিবাদীগন ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে লাশ ফেলে চলে যায়। পরবর্তিতে খবর পেয়ে ভিকটিমের সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ আড়াইহাজার স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করে।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন লাইভ নারায়ণগঞ্জকে জানান, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের উপস্থিতিতে বাবুল মিয়ার লাশ উত্তোলন করা হয়েছে। জুলাই মাসে ৪ তারিখ হত্যা মামলার তদন্তের স্বার্থে নিহতের লাশ উত্তোলন করা হয়েছে।